Top
সর্বশেষ

এসএমই ফাউন্ডেশনে নতুন এমডি’র যোগদান

২৮ ডিসেম্বর, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
এসএমই ফাউন্ডেশনে নতুন এমডি’র যোগদান
নিজস্ব প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগ দিয়েছেন ড. মো. মফিজুর রহমান।

নিয়োগ পাওয়ার পর সোমবার (২৮ ডিসেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

এর আগে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিটাকের মহাপরিচালক থাকার পাশাপাশি তিনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্যও ছিলেন।

ওই দায়িত্ব শেষে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে মফিজুর অবসর উত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন।

১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন মফিজুর রহমান।

এরপর ২০০১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ১৯৯৯ সালে এলএল.বি ডিগ্রি অর্জন করেন।

মফিজুর ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ৩২ বছরের দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বঙ্গভবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক, সৌদি আরবের জেদ্দায় হজ কাউন্সেলর এবং ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রোমে তিনি গ্রুপ ৭৭, রোম চ্যাপ্টারের চেয়ারপারসন ছিলেন দুই বছর।

শেয়ার