Top

বিশ্বের শেয়ার বাজারে বইছে বসন্তের হাওয়া

০২ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
বিশ্বের শেয়ার বাজারে বইছে বসন্তের হাওয়া

বিশ্বের শেয়ার বাজারগুলো বিগত মাসের অস্থিরতা কাটিয়ে ফেব্রুয়ারি মাসে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। বিদ্যমান অর্থনৈতিক বিবরণী ও মুদ্রাস্ফীতির চলমান উদ্বেগকে উড়িয়ে দিয়ে গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শেয়ারবাজার গুলোতে বড় উত্থান দেখা গেছে। এদিন বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো থেকে চড়া মুনাফা লাভ করেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

যদিও গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে কর্মসংস্থান তৈরিতে রেকর্ড উচ্চতা দেখা গেছে তবে করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদনকার্যে বড় পতন দেখা গেছে। বলা হচ্ছে জানুয়ারিতে এই পতনের ধারা গত ১৪ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই গত মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হয়েছে।

এদিন ইউরোপীয় ইক্যুইটি সূচক (এসটিওএক্সএক্স) ১.২৮% বেড়েছে, জাপানের ব্লু-চিপ নিক্কি সূচক (এন২২৫) ০.২৮% এবং এমএসসিআই সূচক সপ্তাহের সর্বোচ্চ ০.৮৫% বৃদি্ধ পেয়েছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের শেয়ার ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ (ডিজেআই) সূচক ০.৭৮%, এসএন্ডপি-৫০০ (এসপিএক্স) ০.৬৯% এবং প্রযুক্তিভিত্তিক শেয়ার সূচক নাসডাক কম্পোজিট (আইএক্সআইসি) ০.৭৫% বৃদ্ধি পেয়েছে।

একইদিনে অস্ট্রেলিয়ার কেন্দীয় ব্যাংকের মুলধন বেড়েছে। এটি ১৯৪.৪০ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করেছে একই সাথে বাজারের সেরা রেটে মুনাফা প্রদান করতে সক্ষম হয়েছে।

এদিকে চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্ধেগ দেখা গেছে। ফলে শেয়ার বাজার গুলোতে টলটলায়মান অবস্থা লক্ষ্য করা গেছে। এর আগে গত সোমবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর ঘোষণা দেয়।

২০২০ সালের মার্চে যখন করোনা মহামারীর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছিল চলতি বছরের জানুয়ারি মাসে তার চেয়ে ভয়ানক অবস্থ‍া দেখা গেছে বলে ডয়েচের ব্যাংক গবেষণায় দেখানো হয়েছে।

একই সময়ে লন্ডন থেকে প্যারিস এবং ফ্রাঙ্কফুটের শেয়ার বাজারের প্রধান সূচকগুলো প্রায় ১% বেড়েছে।

শেয়ার