Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কক্সবাজারে অবৈধ সিএনজি, মোটর সাইকেলের ছড়াছড়ি: প্রশাসন নির্বিকার

৩১ ডিসেম্বর, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ
কক্সবাজারে অবৈধ সিএনজি, মোটর সাইকেলের ছড়াছড়ি: প্রশাসন নির্বিকার
কক্সবাজার প্রতিনিধি :

পর্যটন নগরী কক্সবাজার শহর ও জেলার ৮ উপজেলায় অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ছড়াছড়িতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে বেশিরভাগ অবৈধ যানবাহন মাদক পরিবহন ও অপরাধে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। এলাকার অনেকের অভিযোগ, এসব অবৈধ যানবাহন আটকে আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, পর্যটন নগরী কক্সবাজার শহরের বাজারঘাটা, লালদীঘি পাড়, হাসপাতাল সড়ক, বাস টার্মিনাল, কলাতলিসহ বাস টার্মিনাল এলাকায় শত শত অটোরিকশা দাঁড়িয়ে আছে। এসব বাহনের বেশির ভাগই অবৈধ। অবৈধ ওই বাহনের পেছনে ও সামনে ‘কক্সবাজার-থ-১১’ লাগিয়ে সড়কে চলাচল করছে। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও।

শহর ও শহরতলীর বিভিন্ন সড়কে নম্বরবিহীন অনেক মোটরসাইকেল দেখা গেছে। এসব বাহনের পেছনে ‘অন টেস্ট’, ভুঁয়া নাম্বার প্লেট, প্রেসসহ বিভিন্ন লেখা প্লেট লাগানো হয়েছে। এলাকার অনেকে এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, আইন প্রয়োগকারী সংস্থার সামনে দিয়ে অবৈধ যানবাহনগুলো যাতায়াত করলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বাস টার্মিনাল থেকে রামু চৌমুহনী পর্যন্ত অটোরিকশা চালান নুরুল ইসলাম,আবুল ফয়েজ ও রশিদ মিয়া।

তাঁরা বলেন, ‘সরকার অটোরিকশার নিবন্ধন বন্ধ রাখায় আমাদের গাড়ি বৈধ হতে পারছে না। অবিলম্বে ওই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক। ২০২০ সালের শুরুতে কিছু অটোরিকশার নিবন্ধন দেওয়া হলেও এখন বন্ধ রয়েছে।একজন ওয়ার্কশপ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, একই নাম্বার ব্যবহার করে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন সড়ক ও উপ সড়কে ৩/৪ টি করে অটোরিকশা যাত্রী আনা-নেওয়া করছে। আইন প্রয়োগকারী সংস্থা এ ক্ষেত্রে তৎপর নয়। বিআরটিএ এর কক্সবাজার জেলা অফিস সূত্রে জানা গেছে, জেলায় আট হাজার ৩৩০টি অটোরিকশার (সিএনজি) অনুমোদন রয়েছে।মোটরসাইকেলের অনুমোদন রয়েছে দুই ক্যাটাগরীর (১২৫ সিসি থেকে ১৬৩ সিসি পর্যন্ত ৮৭০০টি ও ১ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত ৮৮০০টি) ১৭ হাজার ৫০০টি। কিন্তু সড়কে প্রায় তিন গুণের বেশি অবৈধ অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে।

যোগাযোগ করা হলে বিআরটিএ- কক্সবাজার এর সহকারী পরিচালক (প্রকৌশল ) উথায়নু চৌধুরী বলেন, লোকবলের অভাবে নিয়মিত অবৈধ যানবাহন ধরা হচ্ছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত কিছু অবৈধ বাহন আটক করেন। পুলিশি তৎপরতা জোরদার হলেই অবৈধ মোটরসাইকেল ও অটোরিকশা (সিএনজি) আটক করা সম্ভব। কক্সবাজার জেলা পুলিশের একটি সুত্র বলছে, শহরে চলাচলকারী অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ একাধিকবার অবৈধ মোটরসাইকেল আটক করেছে। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

শেয়ার