Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সম্পাদক ইলিয়াস খান

৩১ ডিসেম্বর, ২০২০ ৯:১৫ অপরাহ্ণ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সম্পাদক ইলিয়াস খান

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন আজ ৩১ ডিসেম্বর ২০২০ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই প্রথম ইভিএম-এ গৃহিত ভোটে ৫৮১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। ৫৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান।

সদস্যদের ব্যাপক উপস্থিতিতে আজ মুখরিত ছিল প্রেস ক্লাব প্রাঙ্গন। নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক প্যানেল সভাপতিসহ মোট ১১টি পদে বিজয়ী হয়েছে। এছাড়া সবুজ-ইলিয়াস পরিষদ সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হয়েছে।

বিস্তারিত ফলাফল-

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

এছারা সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী আজিজুল ইসলাম পেয়েছেন ৩৬৭ ভোট।

সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল আলম (৫৭৭ ভোট) ও মোহাম্মদ আশরাফ আলী (৩৯৫)। কোষাধ্যক্ষ নিবাচিত হয়েছেন শাহেদ চৌধুরী (৭০৬ ভোট)। তার প্রতিদ্বন্দ্বি সালাহউদ্দিন আহমদ বাবলু পেয়েছেন ২৬৭ ভোট।

সদস্য নির্বাচিত হয়েছেন, আইয়ুব ভুইয়া (৫৪৪ ভোট), রেজানুর রহমান (৪৭৪ভোট), কাজী রওনাক হোসেন (৪৫৫ ভোট), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩ ভোট), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমদ (৪২১ ভোট), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২ ভোট), ভানুরঞ্জন চক্রবর্তী (৪১১ ভোট), রহমান মুস্তাফিজ (৩৭৯ ভোট) ও বখতিয়ার রাণা (৩৬৮ ভোট)।

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয় বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ অংশ নেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন নির্বাচনে।

শেয়ার