মধ্যপ্রাচ্য থেকে রণতরী ‘নিমিত্য’ ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘নিমিত্য’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় এই প্রত্যাহার।
বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্য মোতায়েন রয়েছে। ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় সেটাও সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হলো।
লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা।
এর আগে বুধবার আমেরিকার দু’টি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।