Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

নোটিশ ছাড়াই ছাটাই, ক্ষুব্ধ হয়ে পরিচালককে অবরুদ্ধ করেছে চিনিকল শ্রমিকরা

০২ জানুয়ারি, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
নোটিশ ছাড়াই ছাটাই, ক্ষুব্ধ হয়ে পরিচালককে অবরুদ্ধ করেছে চিনিকল শ্রমিকরা

কোনো ধরনের নোটিশ ছাড়াই শ্রমিকদের মৌখিক ছাঁটাইয়ের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা।

মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত এ চিনিকলে শনিবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা তাদের অবরুদ্ধ করে রাখেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন জানান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল কবির ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ছাঁটাইয়ের বিষয়ে নুরুল লিখিত কোনো কাগজ দেখাতে পারেননি।

ইউএনও আরও জানান, বিষয়টি নিয়ে এমডি নুরুল শনিবার ঢাকায় যাবেন। সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ইউএনও জানান, বর্তমানে চিনিকল এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার চিনিকলে বিনা নোটিশে ৯২ জন শ্রমিককে মৌখিক ছাঁটাইয়ের অভিযোগে চিনিকলে হামলা চালানোর হুমকি দেন এক শ্রমিক নেতা।

শুক্রবার সন্ধ্যার দিকে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা জানান, লিখিত কোনো আদেশ বা নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিনিকলের এমডি নুরুল কবির। বৃহস্পতিবার শ্রমিকদের চিনিকলে ঢুকতে দেয়া হয়নি।

এ বিষয়ে রংপুর চিনিকলের এমডি নুরুল কবির জানান, প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী চিনিকলের ‘কানামনা’ (কাজ নাই, মজুরি নাই) ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত ৯২ জনকে মৌখিকভাবে কাজে আসতে নিষেধ করা হয়েছে। মাড়াই বন্ধ থাকায় কারখানা চলছে না। এ কারণে তারা বাদ পড়েছেন। এ নিয়ে পরবর্তী সময়ে চিনিকলের বোর্ডে নোটিশ দেয়া হবে।

এই শ্রমিকদের রাখা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘চিনিকল পুনরায় চালু হলে চাকরি হারানো শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।’

চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল জানান, চিনিকলের নানা বিষয় নিয়ে শ্রমিক নেতারা ঢাকায় অবস্থান করছেন। এ সময়ে এমডি নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত নিয়ে শ্রমিক ছাঁটাই করছেন। এটা অমানবিক।

গত ২০ ডিসেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান কার্যালয় থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়, আখমাড়াই বন্ধ ঘোষিত চিনিকলগুলোর কোনো শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে না।

শ্রমিকদের অভিযোগ, ওই নোটিশের এক সপ্তাহ পর বছরের শেষ দিন চিনিকল কর্তৃপক্ষ মৌখিকভাবে শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশনা দেয়।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন ফটু জানান, বিএসএফআইসি চিফ অফ পার্সোনাল রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শ্রমিকদের যথাযথ বেতন দেয়া হবে বলেও জানানো হয়।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার