Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বেনাপোল বন্দরে ১২৫টি পরিবার বন্দিজীবন দশা থেকে মুক্তি পেতে চায়

০২ জানুয়ারি, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
বেনাপোল বন্দরে ১২৫টি পরিবার বন্দিজীবন দশা থেকে মুক্তি পেতে চায়
বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল বন্দরের বন্দিজীবন দশা থেকে রক্ষা পেতে চায় ১২৫টি পরিবার। বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের পশ্চিম পার্শ্বে বসবাসরত অসহায় এ পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছে দীর্ঘদিন ধরে। বন্দর কর্তৃপক্ষের অবহেলার কারনে বন্দি দশা থেকে বের হতে পারছে না তারা।

২০০৭ সালের ১১ই নভেম্বরের আগে এই জায়গাটি ছিলো উন্মুক্ত । পরে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বন্দরকে সু-রক্ষিত রাখার জন্য গ্রামের পাশ দিয়ে নির্মান করে উচু প্রাচীর। আটকা পড়ে যায় এসব পরিবারগুলো। পরে তারা বন্দর কর্তৃপক্ষের বাঁধার মুখেও নিজেদেরকে বন্দি দশা থেকে বাঁচাতে বন্দরের প্রাচীর কয়েক জায়গায় ভেঙে যাতয়াত শুরু করে। সে ক্ষেত্রে অসুস্থ্য রোগী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ ছোট শিশুদের ভোগান্তির যেন শেষ নেই।

তাছাড়া রাত হলেই শুরু হয় ভারত থেকে আমদানীকৃত লোহা ও লৌহ জাতীয় পণ্যের লোড আনলোডের বিকট শব্দ। যে শব্দের কম্পন শুরু হয় সারা এলাকা জুড়ে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও ছোট শিশুরা থাকে ভয়ে আতংকে। এ ব্যাপারে এলাকাবাসী কয়েকবার বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক ভাবে বিষয়টির সমাধান চেয়ে মানবিক আবেদন করলেও তা কোন কাজেই আসেনি। প্রাচীর সরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী কয়েকবার। এ ব্যাপারে মানবাধিকার সংস্থাগুলো বন্দি বসবাসকারীদের পক্ষে তাদের আশু সমাধান চেয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে সুপারিশ করলেও তার কার্যকর হয়নি। কবে নাগাদ এর সমাধান হবে তারা তা নিশ্চিত জানেন না।

তাছাড়া বন্দরের পার্শ্ববতি বসবাসকারী ইসরাইল সর্দার জানান, আমরা দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছি দীর্ঘদিন ধরে। আমদানী পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকের ইঞ্জিনের কালো ধুয়ায় বায়ু দূষন, শব্দদূষন তো নিত্য দিনের ঘটনা। এ দিকে বন্দরে ভারী জাতীয় মালামাল ও লৌহজাত পণ্য সামগ্রী লোড আনলোডের ফলে বসবাসকারীদের বাড়ী ঘরে প্রচন্ড ঝাঁকুনিসহ উচ্চ শব্দের সৃষ্টি হয়।

বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক লিটন জানান, এলাকা ছেড়ে অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ীতে এখন আর ভাড়াটিয়ারা থাকতে চায় না। অনেক বাড়ী ভাড়াটিয়ার অভাবে ভুতুড়ে অন্ধকারে পড়ে আছে। তবে জনস্বার্থে জরুরী ভিত্তিতে ও বন্দরের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে এই এলাকার জমি অধিগ্রহন করলে সকল সমস্যার সমাধান হবে।

যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ জানান, বন্দি জনগন ও এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ দূষন হচ্ছে এমন অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে একটি তদন্ত টিম কাজ শুরু করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, এলাকাবাসীর সমস্যা ও অভিযোগ আমরা ইতিমধ্যে আবেদনের মাধ্যমে পেয়েছি এবং বন্দরর উপরিমহলে বিষয়টি জানিয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা অব্যহত রয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী জানান, বন্দরের (টিটিআই) পশ্চিম পার্শ্বে ৬৫টি পরিবারের প্রায় ৫ শতাধিত মানুষের সমস্যার কথা আমরা জেনেছি। বন্দরের প্রাচীর নির্মানের ফলে তারা আটকা পড়েছে।এ এলাকাটির সমস্যা সমধানের চেস্টা করা হচ্ছে।

এলাকাবাসী তাদের বন্দি জীবন দশা থেকে মুক্তি পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার