Top

ইফাদ অটোসের কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু

০৩ জানুয়ারি, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
ইফাদ অটোসের কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির এই প্রজেক্ট ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ঢাকার ধামরাইয়ে অবস্থিত। সেখানে ৩১ ডিসেম্বর থেকে নতুন ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রজেক্টে অর্থায়ন করা হবে।

ইফাদের নতুন ইউনিটে প্রতি মাসে সিঙ্গেল শিফটে ৩০০ ইউনিট উৎপাদন হবে। আর বছরে কোম্পানিটির সিঙ্গেল শিফটে ৩৬০০ ইউনিট উৎপাদন হবে। কোম্পানিটির ১০০ শতাংশ সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিটে প্রতি বছর ১০ হাজার ইউনিট উৎপাদন করতে পারবে।

শেয়ার