Top

জিম্বাবুয়েতে আবারো লকডাউন

০৩ জানুয়ারি, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
জিম্বাবুয়েতে আবারো লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে।

শনিবার দেশটিতে এ লকডাউন জারি করা হয়।

লকডাউন চলাকালে আগামী ৩০ দিন হাসপাতাল, ঔষধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে। এছাড়া সবকিছু লগডাউনের আওতায় থাকবে।

দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল। এর মধ্যে আবার লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকুরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে।

এর আগে জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করলে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

জিম্বাবুয়েতে গত দুই মাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে।

দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার