Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

  সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

১০ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
  সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১
নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাছির (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন রুবেল ও রাহাত নামের আরও দুই জন। ঘটনাস্থলে মারা গেছে গাড়িতে থাকা একটি গরু। পুলিশ ও স্থানীয়রা বলছে গরু চুরি করে দ্রুত পালানোর সময় গাড়ির চাকা লিকেজ হয়ে এ দূর্ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে তিনটি গরু।

বৃহস্পতিবার ( ১০ মার্চ ) ভোর ৪টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাছিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালি এলাকায় বলে জানা গেছে। আহতরা হচ্ছেন, বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল (২০) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২২)।

আহতরা ও পুলিশের দেওয়া তথ্যমতে, উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪ টি গরু চুরি করে চোরদল পিকআপ নিয়ে সোনাপুর-চেয়ারম্যানঘাট হয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের গাড়িটি সুলতান নগর এলাকায় পৌঁছালে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে গাড়ি চাপায় নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। আহতদের আটক করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ও আটককৃতরা আন্তঃজেলা গরু চোর দলের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হবে।
শেয়ার