Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

মেলান্দহে টিকিট কালোবাজারিদের নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা

১০ মার্চ, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
মেলান্দহে টিকিট কালোবাজারিদের নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতা
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় লাভলু আহমেদ বিজয় নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় শিকার লাভলু আহমেদ বিজয় নয়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও দাগী গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

 

বুধবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১ টা ৩৫ মিনিটে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

 

এ বিষয়ে ছাত্রলীগ নেতা লাভলু আহমেদ বিজয় বলেন, ‘গত একমাস আগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মেলান্দহ স্টেশনে যাই, গিয়ে দেখি কোন টিকিট নেই সব কালোবাজারিদের কাছে টিকিট‌। পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই, আমাদের মেলান্দহ রেলওয়ে স্টেশন ডিজিটাল স্টেশন। এ স্টেশনের সকল টিকিট কালোবাজারির হাতেই পাওয়া যায়। পরে ফেসবুক স্ট্যাটাস দেখে
আমার উপর ক্ষিপ্ত হয়। একমাস পর আজ দুপুরে কমিউটার ট্রেনে ময়মনসিংহ যাব তার জন্য মেলান্দহ স্টেশনে যাই। পরে আজ আমাকে দেখে টিকিট কালোবাজারিরা রুমে ডেকে নিয়ে কিল, ঘুষি, লাঠি দিয়ে মারধর করে। পরে নয়ানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চুন্নু মন্ডলের ফোন পেয়ে তারা আমাকে ছেড়ে দেয়। এ বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ মো. আল আমিনকে জানায়। এ আমি বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করবো।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ মো. আল আমিন বলেন, বিষয়টি আমি শুনেছি, কিন্তু লাভলু আহমেদ বিজয় ময়মনসিংহ গেছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতাকে নির্যাতন করা হয়েছে এ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম মহোদয় কে জানানো হবে।

 

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার