Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ২

১০ মার্চ, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ২
যশোর প্রতিনিধি  :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আব্দুল রউফের বিরুদ্ধে এর আগেও  ৯ টি মামলা  আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ১০ মার্চ ভোরে বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া থেকে অস্ত্রগুলিসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল রউফ হোসেন (৪০) ও বেনাপোলের মানকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুল রহিম (৩৫)।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে।এমন সংবাদের ভিত্তিতে      ভোরে বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাদের গ্রেফতার করা হয়। আসামীদের মধ্যে আব্দুল রউফের বিরুদ্ধে এর আগেও ৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

 

শেয়ার