রাঙামাটি: “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. ফেরদৌস ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক হোসনে আরা বেগম, রাঙামাটি রোভার স্কাউটস সম্পাদক নুরুল আবসার, রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, ২০১৭ সালে বর্ষা মৌসুমে পাহাড় ধসে রাঙামাটির উপর ভয়াবহ দুর্যোগ বয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।। যদি আমরা সকল জাতিগোষ্ঠী ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে এ ধরণের ক্ষতি থেকে রাঙামাটিবাসীকে রক্ষা করা সম্ভব। তাই আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকে কাজে লেগে যেতে হবে। তার জন্য প্রয়োজন দলগঠন করা। সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ মোকাবিলা করণীয় উপর একটি মহড়া প্রদর্শন করে।