Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

১০ মার্চ, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি: “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. ফেরদৌস ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক হোসনে আরা বেগম, রাঙামাটি রোভার স্কাউটস সম্পাদক নুরুল আবসার, রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, ২০১৭ সালে বর্ষা মৌসুমে পাহাড় ধসে রাঙামাটির উপর ভয়াবহ দুর্যোগ বয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।। যদি আমরা সকল জাতিগোষ্ঠী ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে এ ধরণের ক্ষতি থেকে রাঙামাটিবাসীকে রক্ষা করা সম্ভব। তাই আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকে কাজে লেগে যেতে হবে। তার জন্য প্রয়োজন দলগঠন করা। সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ মোকাবিলা করণীয় উপর একটি মহড়া প্রদর্শন করে।

শেয়ার