মাধবপুরের হাটবাজারে অস্বাভাবিক দামে সবজি বিক্রি হচ্ছে। প্রতিবছর এই সময়ে বাজারে সবজির যোগান থাকে বেশি। ফলে দাম থাকে গ্রাহকদের হাতের নাগালে। কিন্তু এ বছর দেখা যাচ্ছে উল্টো চিত্র। সরেজমিনে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে আলু ২০/৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ কয়েকদিন আগেও ১৫ টাকা কেজি বিক্রি হয়েছে।
এখন দাম আরও কম হওয়ার কথা। গত কয়েক বছর এই সময়ে আলু ১০ টাকা কেজি বিক্রি হয়েছে। টমেটো ৩৫/ ৪৫ টাকা, বেগুন ৫০/৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪০/৫০ টাকা, মুলা ৪০/৫০ টাকা, সিম ৪৫/৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা অন্যান্য বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ। কৃষক শাহাদাত মিয়া জানান, সবজি চাষ করেই তার সংসার চলে। এবছর শীতকালে দুইবার সপ্তাহব্যাপী বৃষ্টি হওয়ায় বেশিরভাগ আলু পচে গেছে। ফলে উৎপাদন খরচ উঠবে না।
তবে টমেটো, সিম, ফুলকপি ও বাঁধাকপি’র কম ক্ষতি হয়েছে। কিন্তু আলুর উৎপাদন কম হওয়ায় বাজারে অন্য সবজির চাহিদা বেশি তাই দাম বেড়ে গেছে। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, আমাদের ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ সবজি ও তরিতরকারি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এ বছর বৃষ্টির ফলে বেশিরভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই পুঁজির অভাবে পরবর্তীতে চাষাবাদ করতে পারবে না।
তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের প্রণোদনার আওতায় আনা হোক। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, মাধবপুরে চারশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অসময়ে বৃষ্টির ফলে পাঁচ থেকে দশ ভাগ আলু নষ্ট হয়ে গেছে।
অন্যান্য এলাকার তুলনায় এটা খুবই কম। তারপরও জনপ্রতিনিধিদের মাধ্যমে সার্ভে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা আছে আমাদের। মূলত পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূল বৃদ্ধি হয়েছে।