কনকা ইলেকট্রনিক্সের ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানায় বড় ধরনের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানা এই আগুন লাগে।
রবিবার বেলা ১১টার দিকে কারখানায় আগুন লাগার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানায়, কনকার কারখানায় আগুনের খবর পেয়ে নেভাতে যোগ দেয় ১২ ইউনিট।
নারায়ণগঞ্জ ছাড়াও ডেমরা, সোনারগাঁও, বন্দর, মেঘনা, গজারিয়া ও ঢাকা থেকে বাহিনীর ইউনিটগুলো সেখানে যায়। কারখানার উত্তর দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা করছে ফায়ার সার্ভিস।
কারখানার এক শ্রমিক জানান, এখানে ফ্রিজ ও টিভি তৈরি করা হতো। কারখানায় অনেক টিভি ও ফ্রিজ মজুত ছিল। প্রস্তুত কাজ চলমান ছিল।
আগুন লাগার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
দেশীয় প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সঙ্গে মিলে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে চাইনিজ ব্র্যান্ডের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান কনকা।
প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে এসি, রেফ্রিজারেটর, এলইডি, রঙ্গিন টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকারসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স।
বাণিজ্য প্রতিদিন/এম জি