Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কনকা’র ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানায় আগুন

০৩ জানুয়ারি, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
কনকা’র ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানায় আগুন

কনকা ইলেকট্রনিক্সের ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানায় বড় ধরনের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের ফ্রিজ ও টিভি প্রস্তুতকারী কারখানা এই আগুন লাগে।

রবিবার বেলা ১১টার দিকে কারখানায় আগুন লাগার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানায়, কনকার কারখানায় আগুনের খবর পেয়ে নেভাতে যোগ দেয় ১২ ইউনিট।

নারায়ণগঞ্জ ছাড়াও ডেমরা, সোনারগাঁও, বন্দর, মেঘনা, গজারিয়া ও ঢাকা থেকে বাহিনীর ইউনিটগুলো সেখানে যায়। কারখানার উত্তর দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা করছে ফায়ার সার্ভিস।

কারখানার এক শ্রমিক জানান, এখানে ফ্রিজ ও টিভি তৈরি করা হতো। কারখানায় অনেক টিভি ও ফ্রিজ মজুত ছিল। প্রস্তুত কাজ চলমান ছিল।

আগুন লাগার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

দেশীয় প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সঙ্গে মিলে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে চাইনিজ ব্র্যান্ডের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান কনকা।

প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে এসি, রেফ্রিজারেটর, এলইডি, রঙ্গিন টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকারসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার