মহিপুরে ৩,২০০ লিটার ডিজেলসহ ৫ চোরা কারবারীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসময় দুটি ট্রলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ ) রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে এ তেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: ফাতমে আহমেদ মিম(৩৪), খলিল হাওলাদার(৪০), আক্কাস আলী (৪০), রাজীব হাওলাদার (৩৫) ও তাইজুল (৪০)। এদের মধ্যে ৩ জনের বাড়ি গলাচিপা ও ২ জনের বাড়ি কলাপাড়ায়। আটককৃত আক্কাস পায়রা বন্দরের স্পীড বোট ড্রাইভার বলে জানা যায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এ চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে চোরাইভাবে তেল ক্রয় করে আসছে। পরবর্তীতে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের মাঝে বিক্রি করতো। আটককৃতদের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।