জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কমকতা বরমান হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এসময় আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব , উপজেলা কৃষি কমকর্তা আঃ লতিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় সভায় সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানরা তাদের এলাকার সকল সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন।