মাগুরা জেলার শ্রীপুরে রাজু হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার তখলপুর গ্রামে নিহত রাজুর পরিবার ও এলাকাবাসি এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
উল্লেখ্য গত ৭ মার্চ সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আক্তার শেখের একমাত্র ছেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজু (২২) খুন হয়। গত ৮ মার্চ মঙ্গলবার নিহত রাজুর পিতা আক্তার শেখ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই মধ্যে পুলিশ মামলার অন্যতম আসামি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
নিহতের পিতা আক্তার শেখ কান্না বিজরিত কন্ঠে বলেন, আমার ছেলেকে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে দাউদ, ফারুক, বাশী বিশ্বাস, রাসেদ, খলিল, লাল্টুসহ যারা আমার সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। নিহত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই।