Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

টাঙ্গাইলে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ

১০ মার্চ, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ
হাসান সিকদার,টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে দিন দিন। গত এক বছরে তালাকের মাধ্যমে ৫৭৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিচ্ছেদের কারণ অনুসন্ধানে পাওয়া গেছে বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারীর শিক্ষা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের জন্য ক্রমাগত চাপ, স্বামীর নির্যাতন কারণ খুঁজে পাওয়া যায়।

সখীপুর উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২টি কাজী অফিসের নথি পত্র ও কাজীদের তথ্য থেকে
জানা গেছে, ২০২১ সালে উপজেলায় মোট ৮৩৩ টি বিবাহ অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাতীবান্ধা ইউনিয়নে ৪৪টি, যাদবপুর ইউনিয়নে ৪৪টি, বহুরিয়া ইউনিয়নে ২১টি, গজারিয়া ইউনিয়নে ১৮টি, দাড়িয়াপুর ইউনিয়নে ৩৫টি, কালিয়া ইউনিয়নে ১২০টি, বহেড়াতৈল ইউনিয়নে ৬৯টি, কাকড়াজান ইউনিয়নে ৬৩টি ও পৌরসভার চারটি কার্যালয়ে ১৫৪টি বিবাহ বিচ্ছেদ (তালাক) নিবন্ধন করা হয়েছে। এরমধ্যে
স্বামী কর্তৃক স্ত্রীকে ১৭টি, স্ত্রী কর্তৃক স্বামীকে ২৯৭ টি ও ছেলে-মেয়েপক্ষের সমঝোতার মাধ্যমে ২৬৪টি বিয়ের তালাক নিবন্ধন করা হয়েছে। কনে পক্ষের তালাককে ডি-তালাক, ছেলে পক্ষের তালাককে বি-তালাক ও ছেলে-মেয়ের সমঝোতার তালাককে সি-তালাক বলা হয়।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামান্য কারণে কোন নারী কখনো বিবাহ বিচ্ছেদ চান না। শারীরিক ও মানসিক নির্যাতন অসহ্য হয়ে পড়লে তখনই এমন ঘটনা ঘটে। তাই বাধ্য হয়েই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। ভুক্তভোগী আরেকজন বলেন, স্বামীর অত্যাচার ও নেশা করার কারণে স্বামীকে বাদ দিতে বাধ্য হয়েছি। তাছাড়া কোন মেয়ে চায়না যে তার স্বামীর সংসার থেকে চলে আসতে।

ভুক্তভোগী এক পুরুষ বলেন, অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছিলাম ভাবছিলাম সুখে থাকবো কিন্তু কপাল খারাপ বিদেশে থাকার কারণে অন্য জনের সাথে চলে গেছে আমার স্ত্রী। সে এখন সেই জায়গাতেও ভালো নেই। তাই বলতে চাই বাল্য বিবাহ বন্ধ করতে হবে।

সখীপুর উপজেলা নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতির সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার কাজী শফিউল ইসলাম বাদল জানান, বাল্যবিবাহ, স্বামী বিদেশে থাকা ও পরকীয়া ঘটিতসহ নানা জটিলতায় বিবাহ বিচ্ছেদের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সখীপুরের ৯০ শতাংশ তালাক স্ত্রীরা অর্থাৎ কনে কর্তৃক দেয়ে হচ্ছে। যার ফলে তালাকের সংখ্যা বেড়েই চলেছে।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার জানান, আগে নারীর ক্ষমতায়ন এখনকার মতো ছিল না। পুরুষদের অত্যাচার সহ্য করে নীরবে সংসার করেছে। এখন মেয়েরা সচেতন, শিক্ষিত ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ায় মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন মেয়েরা আর নির্যাতন-নিপীড়ন সহ্য করতে চায় না। এখন আগের চেয়ে নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ায় তাঁদের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাই হয়তো বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা বেড়েছে। সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বাবুল আকতার জানান, স্বামী প্রবাসে থাকা, প্রত্যাশা ও প্রাপ্তির অমিল, পরকীয়া, নারীর অর্থ- সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের প্রভাব, ভারতীয় সংস্কৃতির প্রভাব এবং বাঙালি সংস্কৃতির বিচ্যুতি, মূল্যবোধগত অবক্ষয়সহ নানা কারণে স্ত্রী কর্তৃক তালাকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম জানান, তালাক কমাতে হলে প্রথমে বাল্যবিয়ে ঠেকাতে হবে। এছাড়া যৌতুক, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকা, পরকীয়া, স্বামী ও স্বামীর পরিবার কর্তৃক নির্যাতন তালাকের অন্যতম কারণ ।

শেয়ার