Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

পিরোজপুরে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা উদ্বোধন

১০ মার্চ, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
পিরোজপুরে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও পুনাক শিল্প পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, প্রেসক্লাব
সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন।

এছাড়াও উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।এসময় বক্তারা বলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। এ মেলায় পিরোজপুর ও আশেপাশের বিভিন্ন জেলার পন্য, খাবার, পোশাক, প্রশাধনী, সিরামিক সহ বিভিন্ন পন্য সামগ্রী পাওয়া যাবে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শুধু পুলিশের জন্যই কাজ করে না পুনাক অসহায় প্রতিবন্ধি হতদরিদ্র নারী ও শিশুদের নিয়ে কাজ করে। তাই পুনাককে জন্য সকলের সহায়তায় এককান্ত কাম্য। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প পণ্য মেলায় পিরোজপুর ও বাহিরের ৬০ টি স্টল অংশগ্রহণ করেছে। এ মেলায় বিভিন্ন পন্য, খাবার, পোশাক, প্রশাধনী, আচার, সিরামিক, কুটির শিল্প সহ বিভিন্ন স্টল মাসব্যাপী তাদের পণ্য ও খাবার সমূহ সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে।

শেয়ার