Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

১১ মার্চ, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক সাধারণ সম্পাদক পদে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড সম্পাদকসহ ৪টি কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জাকির হোসেন (বিএনপি), লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মেহেদি হাসান (আওয়ামীলীগ), কার্যনির্বাহী সদস্য পদে বিএনপির অ্যাডভোকেট হাজিজুর রহমান মুরাদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বাবু, অ্যাডভোকেট সোলায়মান হক ও অ্যাডভোকেট মুহম্মদ আব্দুল্লাহ আল মামুন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে জাতীয় পার্টির অ্যাডভোকেট হায়দার আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট কামরুজ্জামান রাশেদ, লাইব্রেরী সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট খায়রুল আলম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী (পঞ্চগড় জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক) অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক প্রতিদ্বন্দিতা করেন।
সাধারণ সম্পাদক পদে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল বারী আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলামকে পরাজিত করেন। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ১১টি পদের মধ্যে আওয়ামীলীগ (আওয়ামীলীগের স্বতন্ত্র) সভাপতি প্রার্থীসহ ২টি পদে, বিএনপি সাধারণ সম্পাদকসহ ৮টি পদে এবং জাতীয় পার্টি ১টি পদে জয়ী হয়েছেন।
নির্বাচনে অ্যাডভোকেট অখিল চন্দ্র বর্মন প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাডভোকেট মনিরুজ্জামান মানিক ও অ্যাডভোকেট সোনিয়া আখতার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মনিরুজ্জামান মানিক জানান, মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার ভোট দেন।
শেয়ার