নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলায় হাতে তৈরী অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় সদর উপজেলার জহুরুল হক মিয়ার গেরেজ-সিরাজপুর সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মোঃ আসিপ (১৭) এবং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইমন (১৪)।
নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীগণ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষে উক্ত স্থানে সমাবেত হয়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি ছুরি ও ১টি লোহার তৈরি কাটার জব্দ করা হয়। এ বিষয়ে সুধারাম মডেল থানায় মামলু রুজুর বিষয় প্রক্রিয়াধীন।