Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

জয়পুরহাটে  যুবদল-ছাত্রদলের সংঘর্ষে আহত ৭

১১ মার্চ, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ
জয়পুরহাটে  যুবদল-ছাত্রদলের সংঘর্ষে আহত ৭
জয়পুরহাট প্রতিনিধি :
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে জয়পুরহাট বিএনপি দলীয় কার্যালয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।  আহতদের জয়পুরহাট ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত  সাত জনের মধ্যে আশংকাজনক তিন জন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজভি আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, সদর থানা ছাত্রদলের সদস্য মেহেদী হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 আর অন্য  ৪জন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১০ মার্চ)  সন্ধ্যায় জয়পুরহাট বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে  বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা বসে ছিলেন,  এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি থেকে কমেন্ট করাকে কেন্দ্র করে বিএনপির ফয়সাল  আলীম গ্রুপের যুবদলের ছেলেরা  যুবদলের আদনান গ্রুপের ছেলেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 এ সময় যুবদল ও ছাত্রদলের ৭জন নেতা কর্মী  ছুরিকাঘাতে ও রেল লাইনের পাথর ছোরাছুরিতে গুরুতর  আহত হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আলমগীর জাহান জানান, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রেল গুমটির পাশে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় কোন পক্ষই এখন পযন্ত অভিযোগ  করেনি।
শেয়ার