Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

সৈকতে গোসল করতে গিয়ে ১ শিক্ষার্থীর মৃত্যু

১১ মার্চ, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
সৈকতে গোসল করতে গিয়ে ১ শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড । শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টর কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মীরা জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে যায়। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়।

সাঈদের সহপাঠীরা জানায়, তারা এক সাথে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।

শেয়ার