Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি

০৩ জানুয়ারি, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হয়েছে। শনিবার রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান পৌর মেয়র ও মেয়রপ্রার্থী (নৌকা) সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ। ওই সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুলবারী শেখ, কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর।

বক্তারা বলেন, প্রগতিশীল ও সুস্থ্যধারার সংস্কৃতি বিকাশে বঙ্গমাতা সাংষ্কৃতিক জোট কাজ করে যাবে। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্টগীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম।

শেয়ার