Top

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি

০৩ জানুয়ারি, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হয়েছে। শনিবার রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান পৌর মেয়র ও মেয়রপ্রার্থী (নৌকা) সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ। ওই সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুলবারী শেখ, কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মমিন বাবু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর।

বক্তারা বলেন, প্রগতিশীল ও সুস্থ্যধারার সংস্কৃতি বিকাশে বঙ্গমাতা সাংষ্কৃতিক জোট কাজ করে যাবে। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্টগীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলম।

শেয়ার