বাজারে দফায় দফায় বাড়ছে ভোগ্যপণ্যের দাম। মধ্যবিত্ত ক্রেতার নাভিশ্বাস। এবার চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজি, মাছ, মাংসের দাম আরেক দফা বেড়েছে। বাজারে ৫০ টাকার নিচে মিলছে না সবজি। ১২০ থেকে ১৫০ টাকার নিচে মাছ নেই। অন্যদিকে দাম বাড়ায় গরু, খাঁসি, মুরগির মাংসও চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সবমিলিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১১ মার্চ) নগরীর কর্ণফুলী বাজার, রিয়াজউদ্দীন বাজার ও কাজীর দেউড়ি বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতিকেজি শিম-টমোটো ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০-৮৫, গোল বেগুন ৬০, লম্বা বেগুন ৫০, চিচিঙ্গা ৬০, ঢেঁড়স ৬০, ফুলকপি ৫০, বরবটি ১২০, শসা ৬০ ও গাজর- মিষ্টি কুমড়া-মুলা- শালগম ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সে সঙ্গে কাঁচামরিচ ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে সবজি বিক্রেতা আলাউদ্দীন বলেন, সবজির দাম নতুন করে বাড়েনি। যা বাড়ার আগেই বেড়েছে। শীতের সিজন শেষ তাই সবজির দাম বাড়তি। আর আমরাও বেশি দাম দিয়ে সবজি কিনছি।
মাছের বাজারেও মিলছে না স্বস্তি। প্রতিকেজি রুই-কাতল মাছ, শিং-টাকি ২শ ৫০ থেকে ৩শ, শোল ৪শ, তেলাপিয়া পাঙ্গাস ১৭০-১৯০, চিংড়ি ৬শ, বড় আকারের ইলিশ ১২শ ও ছোট আকারের ইলিশ ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে।
কাজীর দেউড়ি বাজারে মাছ বিক্রেতা জয় দে বলেন, মাছের খাবার ও চাষের খরচ বেড়ে যাওয়ায় আড়তেই মাছের দাম বেড়ে গেছে। তাই খুচরা বাজারেও মাছের দাম কিছুটা বাড়তি।
অপরদিকে দীর্ঘদিন ধরেই অস্থির মাংসের বাজার। তবে সপ্তাহের ব্যবধানে নতুন করে মুরগির কেজিতে ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০, সোনালী ২৮০ থেকে ৩শ ও বড় লাল মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে আগের বাড়তি দরেই প্রতিকেজি গরুর মাংস ৬৫০ ও খাঁসির মাংস ৯শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তাছাড়া, বাজারে চায়না রসুন প্রতি কেজি ১শ থেকে ১২০ টাকা। দেশি রসুন ৬০, দেশি আদা ৬০ ও চায়না আদা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খোলা চিনি ৮০ টাকা, প্যাকেটজাত চিনি ৮৫ টাকা ও প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কর্ণফুলী বাজারে আসা ক্রেতা আরেফিন বলেন, ভোগ্যপণ্যের বাজারে এসে রীতিমত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দাম কমার তো কোন লক্ষণই দেখছি না। বিশ্বের অন্যান্য জায়গায় রোজা এলেই পণ্যের দাম কমে। আর আমাদের দেশে উল্টো বাড়ে। তাই বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।