Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

অবৈধভাবে বালু উত্তোলন,মোবাইল কোর্ট পরিচালনায় মালামাল জব্দ

১১ মার্চ, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
অবৈধভাবে বালু উত্তোলন,মোবাইল কোর্ট পরিচালনায় মালামাল জব্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ ও জব্দকৃত বালু নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল ১০ মার্চ ২০২২ বিকাল ৩ টা নাগাদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মোঃ আনোয়ার হোছাইন আকন্দ’ট নির্দেশনায় রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার খলিফা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব অনজন দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর, লক্ষ্মীপুর।

ঘটনাস্থল থেকে ০৪ (চার) টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়াও ০২ নং ওয়ার্ডের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আনুমানিক ২০০০০(বিশ হাজার) ঘনফুট বালি জব্দ করা হয়। এবং জব্দকৃত বালি উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকায় বিক্রয় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর রাসেল ইকবাল। রায়পুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ এবং বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

শেয়ার