Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নীলফামারী সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন

১১ মার্চ, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
নীলফামারী সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন
শিমুল খান :

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাধারণ সভা ও ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর বাংলামটরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় নীলফামারী সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা। এ সময় সদস্যরা সর্বসম্মতিক্রমে দুই বছরের (২০২২-২৩) জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সাধারণ সভা ও ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি পদে সির্টি নিউজ ঢাকার সম্পাদক মু আ কুদ্দুস ও আজকের সংবাদের সিনিয়র রিপোর্টার আক্তারুজ্জামান রকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রেজানুর রহমান (আন্দন আলো), ফিরোজ চৌধুরী (দি বাংলা টাইম), যুগ্ন-সম্পাদক রুহুল আমিন (ভোরের কাগজ), আপেল শাহরিয়ার (আর টিভি), একে সামসুজ্জোহা প্রামানিক (দৈনিক সবুজ দেশ), অর্থ সম্পাদক ওয়ারেসুন্নবী খন্দকার (জি টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম পারভেজ (বণিক বার্তা), কল্যাণ সম্পাদক মৃনাল কান্তি কাজল (এটিএন নিউজ), নারী বিষয়ক সম্পাদক কারনিনা খন্দকার (বাংলাদেশের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম শিমুল (দৈনিক বাণিজ্য প্রতিদিন), প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম সুমন (জি নিউজ), দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল)।

নির্বাহী সদস্য হলেন যারা- মুফদি আহমেদ (আনন্দ বাজার), মোদাব্বির হোসেন (বাংলাদেশ প্রতিদিন), লাজ্জাত এনাব মহসি (প্রথম আলো), নজমুল হক সরকার (দৈনিক বর্তমান), মহসিনুল করীম লেবু (ডেইলি অবজারভার), মেহেদী হাসান (জিটিভি), আলমগীর স্বপন (যমুনা টিভি), সৈয়দ আতিক (সিটি নিউজ ঢাকা), রাকিবুল হাবিব বসুনিয়া (বাংলা টুডে), এমএইচ মোতালেব খান (দৈনিক মাতৃছায়া), মাহমুদুল হাসান মেজর (জুম বাংলা)।

শেয়ার