কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে শুক্রবার সকালে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনের ডিরেক্টর (গ অঞ্চল) আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কালব’র যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান ও কেশবপুর শাখার ম্যানেজার পলাশ কর।