Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

১১ মার্চ, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক
সাভার প্রতিনিধি :

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১মার্চ)দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পল্লী ফুড ভিলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ দু’টি মোটরসাইকেল ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালি থানার মদাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৩৩), ঢাকা জেলার আশুলিয়া থানার গোমাইল এলাকার শফিজ উদ্দিনের ছেলে মো. আতিকুর রহমান (২৮), জামালপুর জেলার মেলান্দহ থানার দিলালেরপাড়া এলাকার আব্দুল মোতাহারের ছেলে আমান উল্লাহ কবির লালন (৩২) এবং রাজশাহী জেলার রাজশাহী থানার নামা ভদ্রাজামালপুল এলাকার আবু সাইদের ছেলে শাহাদাৎ হোসেন (৩৮)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়াবাড়ীতে বসবাস করে ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছিলো।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বুধবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পল্লী ফুড ভিলেজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করি। পরে তাদের দেহ তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তারা একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার