Top
সর্বশেষ

নকল কীটনাশক ব্যবহারে পেঁয়াজের ব্যাপক ক্ষতি

১১ মার্চ, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
নকল কীটনাশক ব্যবহারে পেঁয়াজের ব্যাপক ক্ষতি
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া ও কমলাপুর মাঠের পেঁয়াজের জমিতে নকল এন্টাকল নামক ছত্রাক নাশক কীটনাশক ব্যবহারে প্রায় ৭ একর জমির পেঁয়াজ নষ্ট হওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পেঁয়াজ চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন, ইলিয়াস শেখ, এবাদত আলী শেখ, মো. রবিউল ইসলাম, মিল্টন মল্লিক, বাবু মল্লিক, প্রশান্ত কুমার বালা, সুজিত সরকার, ওলেমান মোল্লা, কুমারেশসহ আরো অনেকে।

তাদের অভিযোগ মাটিকাটা ঘাট মেসার্স খাঁন ট্রেডার্সের মালিক আজগর আলী খাঁনের কাছ থেকে এন্টাকল নামক ছত্রাক নাশক জমিতে ব্যবহারের পর জমির সব পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তারা আরো অভিযোগ করে বলেন, তিনি বায়ার কোম্পানির নকল এন্টাকল আমাদের কাছে বিক্রি করেছে।

এ অভিযোগ অস্বীকার করে মেসার্স খাঁন ট্রেডার্সের মালিক আজগর আলীর ছেলে ঝন্টু বলেন, আমাদের দোকানে নকল কোন ঔষধ বিক্রি হয় না। ওই ঔষধ চাষিরা কোথা থেকে কিনেছে জানিনা। উপজেলা কৃষি অফিসের একটি টিম দোকানে এসে এন্টাকলের স্যাম্পল সংগ্রহ করে ল্যাব টেষ্টে পাঠিয়েছে। যদি ল্যাব টেষ্টে নকল প্রমাণিত হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে মেনে নেব।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, একরের পর একর জমির পেঁয়াজ নষ্ট হয়েছে। এন্টাকল ব্যবহারে পেঁয়াজ ও পেঁয়াজের পাতা পঁচে গেছে। পেঁয়াজ পঁচে যাওয়ায় দরিদ্র চাষিদের মাঝে ছিল চরম হতাশা। এ সময় চাষিরা কিটনাশক ব্যবসায়ী আজগর আলীর বিচার ও ক্ষতি পূরণ দাবি করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, ভূক্তভোগী চাষিরা লিখিতভাবে ক্ষতি পূরণের দাবি জানিয়েছে। আমরা সরেজমিনে বিষয়টি দেখেছি। ঔষধটি ল্যাব টেষ্টে পাঠিয়েছি। ল্যাব টেষ্টের রেজাল্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার