তিন পার্বত্য জেলার (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) মধ্যে সবচেয়ে ‘শান্ত’ বলা হয় বান্দরবানকে। কিন্তু এই জেলাটি হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। গত বছর ও চলতি দুই বছরে খুন হয়েছেন ২২ জন। এতে বান্দরবানে এখনো ফিরেনি শান্তি পরিবেশ। অশান্ত মধ্য দিয়ে পার্বত্য জেলায় সাধারণ মানুষের দিন কাটছে আতংকে।
প্রশাসনিক তথ্য সুত্রে জানা গেছে, পার্বত্য বান্দরবানে ২০২১ সালে এ পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো ৪জন। শান্তি চুক্তির পর ভ্রাতৃঘাতি সংঘাতে পার্বত্য জেলা বান্দরবানে ২৪ বছরে প্রাণ হারিয়েছে প্রায় ৩ শতাধিক মানুষ। সর্বশেষ ২০১৯ সালে খুন হয়েছে ৬জন, ২০২০ সালে খুন হয়েছে ১১জন, ২০২১ সালে খুন হয়েছে ৪জন।
গেল ২০২১ অর্থ বছরে ১৯শে জুন মাসে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা তুলাছড়ি আগা পাড়া এলাকায় ওমর ফারুক (৫৪) নামে এক নও মুসলিমকে গুলি কওে হত্যা করে সন্ত্রাসীরা। ২০শে জুলাই মাসে বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় অংক্যথোয়াই (৪০) নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি কওে হত্যা করে সন্ত্রাসীরা। ২৩ শে নভেম্বর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সত্রিয় র্কাযনির্বাহী সদস্য উথোয়াইনু মারমা (৪২) কে গুলি করে হত্যা করে র্দূবৃত্তরা। ও শেষ বছরে ১৪ই ডিসেম্বর বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সদর উপজেলার সাধারণ সম্পাদক পুশৈথোয়াই (৪২) কে সশস্ত্র সন্ত্রাসীরা আপহরণ করে গেলে আমতলী এলাকা হতে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরো জানা যায়, চলমান অর্থ বছরে ২০২২ সালে ৩ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন সশস্ত্র গ্রুপের আঞ্চলিক সংগঠনের সদস্যসহ মোট ১৮ জন নিহত হয়েছেন। অধিকাংশ হত্যাকাণ্ড পাহাড়ের আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।
অর্থ বছর শুরুতেই ৩ জানুয়ারি লামা উপজেলার রূপসীপাড়ার অংহ্লা পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালীয়া এলাকার বাসিন্দা মংক্যচিং মার্মা (৩৫)। রাতে সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হন। ৬ জানুয়ারি সদর উপজেলার রাজবিলায় রেথোয়াই মারমার স্ত্রী সিংয়ানু মারমাকে (৩০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২ ফেব্রুয়ারি বান্দরবানের রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াং লেক সেনাবাহিনীর ক্যাম্পের টহল দলকে লক্ষ্য করে জেএসএস (মূল) দলের সদস্যরা গুলি চালায়। এতে সেনা কর্মকর্তা হাবিবুর রহমান নিহত হন। আত্মরক্ষার্থে সেনা সদস্যরা পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে জেএসএস মূল দলের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি রুমা উপজেলার দুর্গম গ্যালেংগ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় পাড়াপ্রধান কারবারী ল্যাংরুই ম্রো (৬০) এবং তার চার ছেলে রুংথুই ম্রো (৪০), লেংরুং ম্রো (৩৭), মেনওয়াই ম্রো (৩৫) ও রিংরাও ম্রো (২৫)।বাবা ও চার ছেলেকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করা হয়। ২৬ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলায় বাড়ির পাশে সন্ত্রাসীর গুলিতে নিহত হন জেএসএসের সাবেক সদস্য মংচিং শৈ (৪০)। ৪ মার্চ জুম ক্ষেত থেকে ফেরার পথে মিষ্টি কুমড়া চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) সংঘবদ্ধ ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। পরদিন (৫ মার্চ) রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার উপরে নয়াপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের মূল দলের সশস্ত্র গ্রুপের নেতা অনুমং মারমাকে (৫০) গুলি করে হত্যা করা হয়। একই দিনে সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে চার জন নিহত হয়। পরদিন সকালে রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে তাদের লাশ পাওয়া যায়। পরে তাদের লাশ বেওয়ারিশভাবে বান্দরবান বৌদ্ধ শ্মশানে দাফন করা হয়।
এব্যপারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) জেলা সেক্রেটারি উবামং মারমা বলেন, দিন দিন অশান্ত হয়ে উঠছে পাহাড়। আমরা এমন পরিবেশ বান্দরবানে দেখতে চাই না। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হওয়া জরুরি।
জেলা যুবলীগের সভাপতি কেলু মং মারমা বলেন, বান্দরবানের পরিস্থিতি এতই খারাপ যে, কোথাও যেতে ভয় পাচ্ছি। যেকোনও মুহূর্তে আমাদের ওপরও হামলা হতে পারে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানান, বান্দরবানের বর্তমান পরিস্থিতি তেমন ভালো নয়। এক সময় তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ছিল বান্দরবান। সবাইকে বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে চলতে হবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। পাহাড়ের আঞ্চলিক সংগঠন, সামাজিক কুসংস্কারসহ বিভিন্ন কারণে এসব অপরাধ সংগঠিত হচ্ছে। আঞ্চলিক সংগঠনের নেতারা মনে করছেন, তাদের হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক।