জমিজমার বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে নগরীর ৯ নং ওয়ার্ডের জুম্মাটারী পানির ট্যাংকি এলাকায় দুলাভাই ও তার সন্ত্রামী বাহিনীর ছুরিকাঘাতে শ্যালক আশরাফুল নিহত হয়েছেন। ভাইকে বাঁচাতে এসে ছোট ভাই সিয়াম গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর জুম্মাটারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়সিন আলী, শালবন মিস্ত্রীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম, আমাশু কুকরুল এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম, একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম, শালবন মিস্ত্রি পাড়ার আব্দুল লাম কেটুর ছেলে মো. রাব্বি ও পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, পানির ট্যাংকি এলাকার শাহজাহান মিয়ার সাথে তার প্রতিবেশী আপন শ্যালিকার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় শ্যালীকার স্বামী ইয়াসিন ও তার বন্ধুরা মিলে শাহজাহানের ২ ছেলে আশরাফুলের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় আশরাফুরে বুকে ছুরিকাঘাত করে। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসে ছোট ভাই সিয়াম। ইয়াসিন তার সন্ত্রাসী বাহিনী সিয়ামের উপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। আশংকা জনক অবস্থায় সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি হত্যা মামলা হয়েছে।