Top
সর্বশেষ

শেকড় ফাউন্ডেশন এর গুনীজন সম্মাননা স্মারক প্রদান

১২ মার্চ, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
শেকড় ফাউন্ডেশন এর গুনীজন সম্মাননা স্মারক প্রদান
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :
শেরপুর জেলার ছয় কবি ও সাহিত্যিককে গুনীজন সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শেকড়।
১১ মার্চ শুক্রবার রাত ৮টায়  নকলায় নামাকৈয়াকুড়ি স্কুল প্রাঙ্গনে সম্মাননা প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা লেখক আব্দুর রহমান তালুকদার, কবি ও ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি,ফ্রিল্যান্স সাংবাদিক,দৈনিক ঊষারবাণীর জেলা প্রতিনিধি  প্রিন্সিপাল মুনীরুজ্জামান,  কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি ও  কথাসাহিত্যিক আশরাফ আলী চারু, কবি ও ছড়াকার মোহাম্মদ শহীদুল ইসলাম ফকিরকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নকলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকৈরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম জিন্নাহ।
সভাপতির আসন অলংকৃত করেন উক্ত ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুস সালাম সরকার।এছাড়াও স্বাধীন বাংলা নিউজ এর স্টাফ রিপোর্টার শাহাদত তালুকদার উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে এ.এম. ফিরোজ এর সম্পাদিত ‘শেকড়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  আশরাফ আলী চারু তাঁর  ‘বসন্ত ছোঁয়নি মন’ উপন্যাস এবং মোস্তাফিজুল হক তাঁর ‘মেঘ নিয়ে যায় শঙ্খচিল’ ও ‘ছয় দেশের ছয় রূপকথা’ বই দুটি শেকড় ফাউন্ডেশনের লাইব্রেরির জন্য উপহার প্রদান করেন।
শেয়ার