Top
সর্বশেষ

সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকী, বিচারের দাবীতে মানববন্ধন

১২ মার্চ, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকী, বিচারের দাবীতে মানববন্ধন
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাংবাদিক রিফাত আহমেদ রাসেলকে পৌরসভার মেয়র আলাউদ্দিন আলালের বাসায় ডেকে নিয়ে প্রাণনাশের হুমকিসহ অকথ্য গালাগাল ও প্রাণনাশের হুমকীর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নেত্রকোণায় সাংবাদিক সমাজ এক মানববন্ধন করেছে।

১২ মার্চ (শনিবার) দুপুর ১টায় নেত্রকোণায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ জেলার শহরের পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন করে।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সঞ্জয় সরকার, কামাল হোসাইন, আলপনা বেগম পল্লব চক্রবর্তী, মাহফুজুর রহমান স্বপন, আনিসুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার রাতে সাংবাদিক রিফাতের বাসার সামনের গেইট ও একটি দোকানের শাটারেও হামলা হয়েছে। হুমকীর অডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শঙ্কিত হয়ে ওই সাংবাদিক শুক্রবার দুপুরে থানায় জিডি করেছেন।

 

 

শেয়ার