Top
সর্বশেষ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেশবপুরে লিফলেট বিতরণ বিএনপি‘র

১২ মার্চ, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেশবপুরে লিফলেট বিতরণ বিএনপি‘র
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে শনিবার দুপুরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু প্রমুখ। এ সময় তেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়েছে।

 

শেয়ার