কেশবপুরে প্রতিবেশীর বিরুদ্ধে ফলন্ত কাঁঠাল গাছসহ মেহগনি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের লক্ষীনাথকাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে কামরুল ইসলাম বসতবাড়ির পাশেই বিভিন্ন জাতের গাছ লাগিয়েছিলেন। ওই গাছের ডাল প্রতিবেশি মৃত মজিদ গাজীর ছেলে মামুন হোসেনের জমির সীমানায় চলে যায়। মামুন হোসেন কোন কিছু না জানিয়েই শনিবার একটি ফলন্ত কাঁঠাল গাছের প্রায় ৩০টি মুচিসহ বড় ডাল কেটে দেয়। এছাড়া দুটি বড় মেহগনি গাছও কেটে দিয়েছে।
কামরুল ইসলামের চাচা ইছারুদ্দিন বলেন, ‘ফলন্ত কাঁঠাল ও মেহগনি গাছ কেটে দেওয়ায় প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।’
এ বিষয়ে মামুন হোসেন বলেন, ওই গাছের ফল পড়ে আমার বসতঘরের ক্ষতি হতে পারে; এজন্য কেটে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, ‘ফলন্ত কাঁঠাল ও মেহগনি গাছ কেটে দেওয়ার বিষয়টি তারা মৌখিকভাবে জানালে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।’