নিজের টিফিন নিজে করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টনিখান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কীল ডেভলপমেন্ট ইনষ্টিটিউ যশোরের আয়োজনে জুনিয়র সেফ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকাল ৩টায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের টনি’স ক্যাফেতে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। টনিখান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কীল ডেভলপমেন্ট ইনষ্টিটিউ যশোরের প্রিন্সিপাল মুসলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেলিব্রিটি সেফ টনি খান। বিশেষ অতিথি হিসেবে উস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্ধোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে জাতীয় মহিলা দলের সভানেত্রী এড.লাইজু জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি.এম.টসি’স ক্যাফে হুমায়ন কবীর, চিফ এডমিন বশির আহম্মেদ, কো-অরডিনেটর ফারহানা রহমান, ডিরেক্টর শারমিন ইসলাম প্রমুখ। উক্ত কর্মশালায় যশোরের বিভিন্ন স্কুল ও এতিমখানার সর্ব মোট
৪০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। কর্মশালায় সেফ টনি খান উস্থিত ছাত্র/ ছাত্রীদেরকে দেশীয় বিভিন্ন ধরনের ফল ফলাদি সহ অন্যান্য উপকরন দিয়ে হাইজিন, ফুড সেফটি, জুস মেকিং ও টিফিন মেকিং এর উপর হাতে কলমে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ছাত্র/ ছাত্রীদেরকে সনদ প্রদান করা হয়।