Top
সর্বশেষ

সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সম্পন্ন

১২ মার্চ, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
সিলেটে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সম্পন্ন
সিলেট প্রতিনিধি :

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দ্রুত বিচার কাজ সম্পন্নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ। শনিবার (১২ মার্চ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সের সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব্৩৯;র সঞ্চালনায়¡ কনফারেন্সে উপস্থিত ছিলেন- পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপার মুহা. খালেদ-উজ-জামান, সিলেটের সিভিল সার্জন ডা. এস. এম. শাহরিয়ার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. মো. রেজাউল করিম, ফরেনসিক মেডিসিনের মেডিক্যাল অফিসার ডা. দেবেশ পোদ্দার, জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট নুসরাত তাসনিম, দিলরুবা ইয়াছমিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. নিজাম উদ্দিন,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাহফুজ আফজাল, সিআইডি সিলেটের সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট বনবিভাগের ফরেস্ট রেঞ্জার মো. শহিদুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বনানি দাস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের প্রসিকিউটর মো. জীবন মাহমুদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক আহমদ, সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা ও ১২ টি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

শেয়ার