Top
সর্বশেষ

মীরসরাইয়ে চুরির দ্বায়ে একজন গ্রেপ্তার

১২ মার্চ, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
মীরসরাইয়ে চুরির দ্বায়ে একজন গ্রেপ্তার
কমল পাটোয়ারী, মীরসরাই :

চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাইকৃত রড, ফাইলিং করার লোহার পাইপ এবং চোরাই কাজে ব্যবহৃত দুইটি সিএনজি ও একটি মোটর সাইকেল সহ রফিকুল ইসলাম (২৮) নামের এক চোরচক্রের সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে তাকে আটক করা হয়। তবে এঘটনায় জড়িত আরও দুই থেকে তিন জন পুলিশের সিগন্যাল পেয়ে পালিয়ে যায়। আটককৃত আসামি রফিকুল উপজেলার জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, পুলিশের একটি টিম শিল্প নগর এলাকায় রাত্রীকালীন ডিউটি করার সময় সন্দেহ জনক ভাবে দুইটি সিএনজি ও একটি মোটর সাইকেলকে সিগন্যাল দিলে তারা সিএনজি রেখে দু-তিন জন পালিয়ে যায়। তবে মোটর সাইকেল আরোহীকে চোরাই ফাইলিং করার লোহার পাইপ এবং লোহার রড সহ আটক করা হয়।

শেয়ার