ভোলা সদর উপজেলার ইলিশায় ১ কেজি ২শত গ্রাম গাঁজাসহ মো. মনির হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) দুপুর দেড় টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট রিয়াজের চায়ের দোকানের সামনে ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মনির হোসেন লালমোহন থানার মহেষখালী এলাকার মৃতু আব্দুর রসিদের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিকে ১ কেজি ২শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।