Top
সর্বশেষ

টাঙ্গাইলে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

১৩ মার্চ, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার রাত ১ টার দিকে উপজেলার দেউলাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ গ্রামের শরাফত আলীর ছেলে হাসিম (২৬), একই উপজেলার মালাউড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এসময় ৬০ হাজার টাকা মূল্যের
২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম কার্ড, নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার