মিরসরাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ( ১২ই মার্চ ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম মোঃ রশিদ উল্ল্যাহ (২৫)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান,মিরসরাই থানা এলাকা মাদক মুক্ত করতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর নির্দেশনায় আমার সরাসরি তত্বাবধানে মাদক-বিরোধী অভিযানে পুলিশ পরিদর্শক তদন্ত অলি উল্ল্যাহর নেতৃত্বে এসআই আল আমিন, এসআই খায়রুজ্জামান, এএসআই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় র্ফোস নিয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাস স্টেশন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী রশিদ উল্ল্যাহকে বড়তাকিয়া বাস স্টেশন এলাকায় থেকে ৩০০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় তিনি।