Top
সর্বশেষ

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

১৩ মার্চ, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নোয়াখালীতে গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :

জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণ ও জোর পূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল।

 

রোববার সকালে তাকে র‌্যাব-১৪ এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এরআগে শনিবার রাত ১১টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে ৪-৫জন সহযোগির সহযোগিতায় একটি সিএনজি যোগে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় আনোয়ার। পরে তাকে এক খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে সে। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগি তার পরিবারকে জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র‌্যাব-১৪, সিপিসি-১ এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার