Top
সর্বশেষ

পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

১৩ মার্চ, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধিপিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে জুয়েল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার হোলের হাওলা থেকে অভিযুক্ত যুবক জুয়েল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবক জুয়েল শেখ (২৯) পিরোজপুর সদর উপজেলার হোলের হাওলা গ্রামের মৃত কাঞ্চন শেখের পুত্র।

ধর্ষনের শিকার প্রতিবন্ধী শিশুটির মা জানান, তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি মানুষের বাড়িতে কাজ করে পরিবার চালান। তার প্রতিবন্ধী মেয়ে (১০) কে তিনি প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বাড়িতে একা রেখে মানুষের বাড়িতে কাজ করতে যান। তার প্রতিবন্ধী মেয়ে দুপুরে গোসলের জন্য ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য বের হলে লম্পট জুয়েল প্রতিবন্ধী মেয়েকে জোড় করে জুয়েলের নিজের ভাড়া ঘরে নিয়ে মুখ চেপে ভয়ভিতী দেখিয়ে ধর্ষন করে। পরে বিকেলে তিনি বাসায় ফিরলে তার প্রতিবন্ধী মেয়ে তার কাছে বিস্তারিত বলে। বিষয়টি তিনি রাতে পুলিশকে জানালে পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ মো: মাসুদুজ্জামান জানান, শনিবার রাতেরই অভিযোগ দায়েরের পরপরই অভিযুক্ত জুয়েল শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার