মাগুরা ষ্টেডিয়ামে গতকাল থেকে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পুর্তি উপলক্ষে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রথম বিভাগ ক্রিকেট লীগ ।
১০ দলের অংশগ্রহনে আয়োজিত এবারের আসরে উদ্ভোধনী খেলায় ভায়না ক্রিকেট একাদশ ও বাবু স্মৃতি ক্রিকেট একাদশের মধ্যকার খেলার শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহ্বাজ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর-মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাগুরার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম , পুলিশ সুপার মহোদয় মাগুরা জনাব জহিরুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক পংকজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।