বিএনপি’র আমলে দেশের মানুষ সোয়াবিন তেল কিনেছিল ৪৫ টাকা। গত বছরও এই তেলের দাম ছিল ৮০ টাকা আর এখন সেই তেল কিনতে হচ্ছে প্রায় দুইশত টাকায়।
শনিবার ( ১২ মার্চ) সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
দুলু আরও বলেন, রাতের অন্ধকারে ক্ষমতায় আসা বর্তমান শাসনামলে দ্রব্য মুল্যের চড়া দামের কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চান না। তাই আসুন খালেদা জিয়ার ডাকে আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বিচারের মুখোমুখি করি। এছাড়া দেশের অর্থ পাচার,সরকার দলীয় নেতৃত্বের নিকট ব্যবসা সিন্ডিকেট জিম্নিসহ নানা সমালোচনাও করেন তিনি। দ্রুব্যমুল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় লালমনিরহাটে জেলার প্রতিটি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বিএনপি।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগ) ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোটা বড়বাড়ি প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বাবলার সভাপতিত্বে সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মমিনুল হক,পৌর বিএনপি’র আহবাহক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিলে যুবলাীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েচে বলেও জানান তিনি।