Top
সর্বশেষ

গ্লুকোমার ঝুঁকি ৪ গুণ আত্মীয়-স্বজনের মধ্যে বিয়েতে

১৩ মার্চ, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
গ্লুকোমার ঝুঁকি ৪ গুণ আত্মীয়-স্বজনের মধ্যে বিয়েতে

গ্লুকোমা বিশ্বব্যাপী অন্ধত্বের দ্বিতীয় কারণ। বাংলাদেশে শতকরা দুজন লোক গ্লুকোমায় আক্রান্ত। শতকরা ৫০ জন লোক জানেন না তার গ্লুকোমা রোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বংশগত রোগ। আত্মীয়-স্বজনদের মধ্যে বিয়ে হলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় চার গুণ বেড়ে যায়।

শনিবার দুপুরে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে রাজধানীর ফোর সিজন রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে আলোচকরা এসব কথা বলেন। তারা বলেন, কেউ গ্লুকোমা রোগে আক্রান্ত হলে তার দৃষ্টিসীমা কমতে থাকে এবং চোখের চাপ বাড়তে থাকে। কিন্তু বিপজ্জনক দিক হলো ভুক্তভোগীরা তা বুঝতে পারেন না৷

এ রোগের চিকিৎসকরা বলেন, দেশে গ্লুকোমার পরিপূর্ণ চিকিৎসা রয়েছে। দেশে ৯০ জন গ্লুকোমা বিশেষজ্ঞ রয়েছেন। দেশের সব চক্ষু চিকিৎসকরাই গ্লুকোমার চিকিৎসার সঙ্গে জড়িত।

আলোচনায় সভাপতিত্ব করেন গ্লুকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. হাসান শহীদ। সভাপতির বক্তব্যে গ্লুকোমা রোগের গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং গ্লুকোমা রোগ প্রতিরোধে সবার সমন্বিত প্রচেষ্টা কামনা করেন।

গ্লুকোমাকে তুষের আগুনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, গ্লুকোমা এমন এক অন্ধত্ব যার কোনো প্রতিকার নেই। এটি নীরব ঘাতকের মতো কাজ করে। এজন্য একে ছাই চাপা তুষের আগুনের সঙ্গে তুলনা করে হয়। গ্লুকোমায় একবার চোখ ক্ষতিগ্রস্ত হলে তা আর সুস্থ হয় না। অর্থাৎ রোগীর স্থায়ীভাবে ক্ষতি হয়ে যায়। তাই গ্লুকোমাকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পেলে সুস্থ জীবন সম্ভব।

হারুন আই ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লুকোমা সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. শেখ এমএ মান্নাফ গ্লুকোমা রোগের সচেতনতায় গুরুত্ব তুলে ধরেন। চিকিৎসার পর্যাপ্ত সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা গ্লুকোমা তিনভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ওষুধ, লেজার ও সার্জারির মাধ্যমে। যে রোগীদের অবস্থা অ্যাডভান্স পর্যায়ে, তাদের সার্জারি করা হয়। যাদের সাধারণ পর্যায়ে আছে, তাদের ওষুধ দিই। তবে যাদের ওষুধে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের লেজার ট্রিটমেন্ট করা হয়। দেশেই সর্বাধুনিক পদ্ধতিতে সার্জারি করা হয়। এক্ষেত্রে সফলতার হার প্রায় শতভাগ।

অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব অপথালমোলজির সভাপতি অধ্যাপক ডা. আভা হোসেন বলেন, ব্যথা নিয়ে যে পরিমাণ রোগী আমাদের কাছে আসে, এর চেয়ে বেশি আসে ব্যথা ছাড়া। আমরা সবাইকে বলি নার্ভ ও রক্তচাপ পরীক্ষা করতে। তবে অনেক সময় রক্তচাপ স্বাভাবিক থাকলেও গ্লুকোমা হয়। এটি এমন এক অন্ধত্ব যা প্রতিরোধ করা যায়, তবে প্রতিকার করা যায় না।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, দেশে একসময় অল্প কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু এখন অনেক চিকিৎসক আছেন। আমি আমার ছাত্রদের বলি, তারা যেন সব রোগীর চোখের রক্তচাপ মাপেন এবং চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামস মোহাম্মদ নোমান বলেন, গ্রাম থেকে যারা আসেন, তাদের দেরিতে ধরা পরে। শহরে দ্রুত শনাক্ত হয়। শনাক্তের পরিমাণটা আসলে অঞ্চলের ওপর নির্ভর করে না।

অনুষ্ঠানে একাধিক রোগী গ্লুকোমা চিকিৎসায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় চিকিৎসকরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও পরামর্শ প্রদান করেন।

এর আগে দিবসটি উপলক্ষে গ্লুকোমা সোসাইটি ও হারুন আই ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ফ্রি স্ক্রিনিং ক্যাম্প, বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক একেএমএ মুক্তাদির আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি গ্লুকোমা রোগ নির্ণয়, প্রতিরোধ ও চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করেন। এদিন সকাল সাড়ে ৮টা মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু রোগী দেখা হয়।

শেয়ার