Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবোঝাই পিকআপ, শিশুসহ নিহত ৩

০৪ জানুয়ারি, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবোঝাই পিকআপ, শিশুসহ নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই পিকআপের চাপায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালকসহ আহত হয়েছে আরো দুজন। বান্দরবান সদর উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় আমতলীপাড়া এলাকায় কেরানীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নাজমা বেগম (৫৪), লাবন্য (৪) ও মুনতাহা (১১)। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিকআপের চালক লিয়াকত এছাড়া অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমতলীপাড়া এলাকায় মালবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নাজমা বেগমের মৃত্যু হয় এবং আহত হয় শিশুসহ আরো চারজন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধারের পর বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, পিকআপ দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে আর দুই শিশু চট্টগ্রামে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার