বঙ্গবন্ধুর জন্মদিনে আগামী ১৭ মার্চ টাঙ্গাইলের বাসাইল-সখীপুরে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আতাউল মাহমুদ বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমুখর করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এ দিন ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে। এর আগেও ম্যারাথনের আয়োজন করা হয়েছিলো। মূলত মাদক ও সন্ত্রাস মুক্ত, দুর্নীতি, দুর্বৃত্তায়ন মুক্ত এবং বাল্যবিয়ে মুক্ত গড়ার লক্ষে এমন আয়োজন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সহধর্মিনী রুনা লায়লা রুমা, টাঙ্গাইল রানার্সের মোহাম্মদ বদর উদ্দিন, বাংলা চ্যানেল জয়ী মনির হোসেন প্রমুখ।